উত্তরদিনাজপুর

সিভিক ভলান্টিয়ার্সে নিয়োগের ফ্রমের জন্য ভিড় উপচে পড়েছে উত্তর দিনাজপুর জেলার থানাগুলিতে

বেকার যুবক যুবতীরা চাকরির আশায় বৃহস্পতিবার সকাল থেকেই উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর থানায় ভির জমাতে শুরু করে। কারন আজ থেকে সিভিক ভলান্টিয়ার্স নিয়োগের ফ্রম বিলি শুরু হয়েছে। সেই জন্য দূর দুরান্ত থেকে কয়েকশো যুবক যুবতীরা চাকরি পাওয়ার জন্য নিজ নিজ এলাকা থেকে এসে সকাল থেকে লম্বা লাইনে দারায় সিভিক ভলান্টিয়ার্সের ফ্রম নেওয়ার জন্য। এমনকি কোলের শিশুকে নিয়েও চাকরির আসায় সিভিক ভলান্টিয়ার্সের ফর্ম নেওয়ার জন্য আসে অনেকেই। জানা যায় উত্তর দিনাজপুর জেলার প্রায় ৩৬৫ জনের মতো সিভিক ভলান্টিয়ার্স নতুন করে নিলেও একটি থানায় তারো বেশি যুবক যুবতীরা ভির জমায় চারকরীর আশায়। 

            ফর্ম নিতে আসা যুবক-যুবতীরা জানান, তারা সিভিক ভলান্টিয়ার্সের ফর্ম নিতে থানায় এসেছে। কারন চাকরি পেলে তারা খুব উপকৃত হয়। কিছু কিছু যুবক যুতীরা জানান অনলাইনের মাধ্যমে ফর্ম ফিলাপ হলে খুব ভালো হত। সকাল থেকে লাইনে দাড়িয়ে থেকে তাদের অবস্থা নাজেহাল।